বগুড়া সদরের নওদাপাড়ায় যৌতুকের দাবী পূরন না করায় স্ত্রীকে হত্যা করে স্বামীর পলায়ন


বগুড়া (সদর
উপজেলা)প্রতিনিধি: বৃহস্পতিবার বগুড়া সদরের
নওদাপাড়ায় যৌতুকের দাবী পূরন না করায়
স্ত্রীকে হত্যা করে স্বামীর পলায়ন
থানায় মামলা।জানা গেছে বগুড়া সদরের
নওদাপাড়ায় কলোনীতে রবিউল ইসলামের
মেয়ে রুবিনা (১৪) কে ৩ মাস পূর্বে
গাবতলীর মধ্য কাতলী গ্রামে আবু
তাহেরের সাথে বিয়ে দেয়। বিয়ের পর
থেকে তাহের ৫০ হাজার টাকা যৌতুকের
দাবী করে। গত ১৯ জানুয়ারী রুবিনা তার বাবার
বাড়ী নওদাপাড়ায় ইসলামী জালসা শোনার
জন্য আসে স্বামী আবু তাহের তার শ্বশুর
বাড়ীতে এসে খাওয়া দাওয়া করে ঘুমে
পড়ে। এক পর্যায়ে সে তার স্ত্রীকে
শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ওড়না
পেচিয়ে তীরের সংগে টাঙ্গিয়ে
রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
সদর থানার এসআই আ: মান্নান ঘটনাস্থল
পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা
গ্রহনের আশ্বাস প্রদান করে।

Posted in Uncategorized | Leave a comment

গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


রাহেনূর ইসলাম স্বাধীন, ২৪ নিউজ বগুড়া ব্লগ: বুধবার
বিকালে বগুড়া সদরের গোকুল তছলিম
উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬০ তম বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আব্দুর রহিম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন
সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর
তালুকদার হেনা। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি
শিক্ষার্থীদের জন্য ক্রীড়া চর্চা
অপরিহার্য। খেলাধুলা মেধা ও মননের বিকাশ
ঘটায়। তাই শরীর ও মন সুন্দর রাখতে নিয়মিত
ক্রীড়া চর্চা করতে হবে। শিক্ষার্থীদের
আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে
হবে।আগামীর সমৃদ্ধ দেশ গঠনে
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে
তোলার জন্য তিনি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের
সাবেক প্রধান শিক্ষক শামছুল হক, টিএন বালিকা
উচ্চ বি: প্রধান শিক্ষক গোলাম সোবাহান
সবুজ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সরকার
সাইফুল ইসলাম, সদস্য এবিএম মিলন, শফিকুল
ইসলাম, সবুজ মিয়া, জাহেদুর রহমান,জহুরুল
ইসলাম, শাহানারা খাতুন, সহকারী প্রধান শিক্ষক
রেবেকা সুলতানা, শিশির কুমার দেব, আইরিন
ইসলাম, উম্মে সুরাইয়া, রোকেয়া, নজরুল
ইসলাম, ফজলুল করিম, বোসরা ফারহানা,
তোফাজ্জল হোসেন, বদিউজ্জামান, শাহিদুল
ইসলাম, মাকছুদুর রহমান, সমাজ সেবক ছামছুল
আলম মোল্লা , আপেল মাহমুদ, জহুরুল
ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী
শিক্ষক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে পূর্বে
প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের শ্রেণী
কক্ষে নির্মাণ কাজের শুভ উদ্ধোধন ও
দোয়া করেন ।

Posted in Uncategorized | Leave a comment

গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাহেনূর ইসলাম স্বাধীন: বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের
বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরষ্কার
বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বেলা
১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়
তোলেন শিক্ষক ও ম্যানেজিং কমিটির
সদস্যগন।এরপর মঞ্চে উপস্থিত হন প্রধান
অতিথি উপজেলা চেয়ারম্যান আলী
আজগর তালুকদার হেনা।এসময় প্রধান
অতিথিকে সালাম জানায় আরমানের
নেতৃত্বাধীন একদল চৌকশ স্কাউট দল।
প্রধান অতিথি বিজয়ী ছাত্রদের হাতে
পুরস্কার তুলে দেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও অনুষ্ঠান
পরিচালনা ও দায়িত্বে ছিলেন, রাহেনূর
ইসলাম স্বাধীন, শিহাব হোসেন, আমিনুর
রহমান, ইসতিয়াক হোসেন রনি, নাবা
সাকিব, সুইম সহ আরও অন্যান্য ছাত্ররা।

Posted in Uncategorized | Leave a comment

বগুড়ায় ভি এম বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

সরকারী বালিকা
উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হয়।
রবিবার অত্র বিদ্যালয় এর প্রাঙ্গনে
দিনব্যাপি বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতায় সরকারী বালিকা উচ্চ
বিদ্যালয়ের ছাত্রীরা দৌড়, সহ বিভিন্ন
ক্রীড়া ইভেন্টে অংশ গ্রহণ করে। খেলা
শেষে পুরস্কার বিতরণের পূর্বে সরকারী
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষিকা রাবেয়া খাতুনের সভাপতিত্বে
প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফ
উদ্দিন বলেন ক্রীড়া চর্চার মাধ্যমে জাতি
দেশ ও জাতীয় সুনাম বয়ে আনবে।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ
অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি
আলহাজ্ব মমতাজউদ্দিন, জেলা মহিলা
ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক
মঞ্জুরী ইসলাম, সরকারী বালিকা উচ্চ
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা
শাহিনা খাতুন , রাসেদা খাতুন,
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জেবুন্নেছা
চৌধুরী, ফাতেমা খাতুন, তন্দ্রা রাণী
সরকার, সাইদুর রহমান সহ প্রমুখ।

Posted in Uncategorized | Leave a comment

সারিয়াকান্দিতে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আটক ১

null
২৪ ব্লগ: বগুড়ার
সারিয়াকান্দি উপজেলায়
জামাল উদ্দিন মোল্লা
নামে এক চাতাল ব্যবসায়ী
কাছ থেকে পাঁচ লাখ
টাকা ছিনিয়ে নিয়েছে
একদল সন্ত্রাসী। রোববার
(১৭ জানুয়ারি) সন্ধ্যায়
সোনালী ব্যাংক
লিমিটেড সারিয়াকান্দি
শাখার সামনে এ
ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার
জামাল উদ্দিন মোল্লা
জানান, সোনালী ব্যাংক
লিমিটেডের
সারিয়াকান্দি শাখা
থেকে তিনি নগদ সাড়ে
পাঁচ লাখ টাকা উত্তোলন
করে ব্যাংক থেকে বের
হয়ে যাচ্ছিলেন। এ সময়
আবুল কালামের নেতৃত্বে
পাঁচ/ছয়জন সন্ত্রাসী তার
পথরোধ করে কিলঘুষি
দিয়ে টাকাগুলো ছিনিয়ে
নেয়। এ সময় তার চিৎকারে
আশপাশের লোকজন এগিয়ে
এলে সন্ত্রাসীরা পালিয়ে
যায়।
এঘটনায় এলাকাবাসীর
সহযোগিতায় থানা পুলিশ
আবুল কালাম নামে
একজনকে আটক করেছে।
আটক আবুল কালাম
উপজেলার কাজলা
ইউনিয়নের বেনীপুর চরের
মৃত আফতাব আলী মণ্ডলের
ছেলে ও উপজেলা
আওয়ামী লীগের স্বাস্থ্য
বিষয়ক সম্পাদক বলে
বিষয়টি নিশ্চিত করেছেন
উপজেলা আওয়ামী লীগের
দপ্তর সম্পাদক রেজাউল
করিম।
সারিয়াকান্দি থানার উপ
পরিদর্শক (এসআই) মশিউর
রহমান বিষয়টি নিশ্চিত
করেছেন।

Posted in Uncategorized | Leave a comment

ধুনটে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম
বার্ষিকী পালন উপলক্ষে বিএনপির
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে দলীয় কার্যালয়ে পৌর
বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন
মন্ডলের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির
সদস্য সচিব শরাফত জামান পাশা, যুগ্ন
আহব্বায়ক সাইফুল ইসলাম, মঈনুল হাসান
মুকুল, পৌর বিএনপির সাধারন সম্পাদক
মোখফিজুর রহমান বাচ্চু, সহ-সভাপতি
আমিনুল ইসলাম, যুগ্ন সম্পাদক ছানোয়ার
হোসেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান
জাকির হোসেন জুয়েল, সাবেক
চেয়ারম্যান নূরুল ইসলাম খোকা, আফাজ
উদ্দিন, ইছা খান, সোলায়মান আলী, হুমায়ুন
কবির জুড়ান, শাহা আলম, পৌর যুবদলের
সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন,
যুবদল নেতা আল-আমিন, আব্দুল হান্নান,
লিখন, শ্রমিকদলের সভাপতি ওসমান গণি,
সাধারন সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।

Posted in Uncategorized | Leave a comment

‘২৪ নিউজ বগুড়া’ পক্ষ হতে সিরাজগঞ্জে ফ্রি ওয়াই-ফাই হটস্পট সেবা

24newsbogra free wifi
স্টাফ রিপোর্ট, ২৪ নিউজ বগুড়াঃ বাংলাদেশের সমস্ত ই-নিউজ ব্যাবহারকারীদের জন্য গতকাল শুক্রবার সিরাজগঞ্জ শহরের বড় ব্রিজের ওপর বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি ওয়াই-ফাই সেবা দেয়া হয়।
এরপর আজও শনিবার বেলা ১টা হতে শহরের কালিবাড়ি করিতলায় ফ্রি ওয়াই ফাই সেবা চালানো হচ্ছে।এটি চলবে সন্ধা ৬টা পর্যন্ত।

Posted in Uncategorized | Leave a comment

শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি মা দেরকেও যতেষ্ট ভুমিকা রাখতে হবে –হুইপ ওমর

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বিরোধী
দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর বলেছেন, বর্তমান
সরকার শিক্ষা ক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে
উন্নয়নে যতেষ্ট ভুমিকা রেখেছেন। এ
সরকারের আমলে প্রতিটি শিক্ষার্থীদের হাতে
নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়া
সরকারের একটি অভাবনীয় সাফল্য। তিনি আরো
বলেন প্রতিটি শিক্ষার্থীদের আদর্শ মানুষ
হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি
মাদেরকেও যতেষ্ট ভুমিকা রাখতে হবে। রবিবার
পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালেয় প্রধান শিক্ষক
আব্দুল হান্নানের ব্যবস্থাপনায় নবাগত ছাত্রীদের
বরন ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি এইচ এম
ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা জাতীয়
পার্টির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক
সম্পাদক সাইফুল ইসলাম সুইট, লাহিড়ীপাড়া ইউপি
চেয়ারম্যান ইঞ্জিঃ আপেল মাহমুদ, লাহিড়ীপাড়া
ইউনিয়ন জাতীয় পার্টিও সভাপতি নজরুল ইসলাম পান্না,
শহর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলমগীর
হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক
নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির নেতা মাসুদ রানা,
জুয়েল রানা, মামুন, রাজ্জাক, আপেলসহ স্থানীয়
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস বিঞ্জপ্তি।

Posted in Uncategorized | Leave a comment

বগুড়ার সদরের গোকুলে সিএনজির ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর অাহত

null
জি অার শিপন মহাস্থান (বগুড়া) প্রতিনিধি, ব্লগ ২৪ নিউজ
বগুড়া:
বগুড়ার সদরের গোকুলে সিএনজি চালিতো
অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর অাহত
হয়েছে। প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাযায়,
রোববার সকাল অানুমানিক সাড়ে ৬টায় গোকুল
উত্তরপাড়া থেকে থেকে রওশনারা বেওয়া (৭০)
নামের এক বৃদ্ধা তার ছেলের বাড়ী মহাস্থান
পশ্চিমপাড়া অাসার পথে গোকুল ছ’মিল বন্দরে
রাস্তা পারাপারের সময় মহাস্থান থেকে বগুড়া গামী
একটি চলন্ত সিএনজি চালিতো অটোরিক্সা তাকে
সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময়
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বগুড়ার
শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠায়। সেখানে তার মাথায় ৮টি সেলাই করা হয়। এবং
শরীরের বিভিন্ন অংশে মারাক্তক অাঘাত পায় ও
একটি পা ভেঙ্গে যায়।

Posted in Uncategorized | Leave a comment

বগুড়ার সদরের গোকুলে সিএনজির ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর অাহত

null
জি অার শিপন মহাস্থান (বগুড়া) প্রতিনিধি, ব্লগ ২৪ নিউজ বগুড়া:
বগুড়ার সদরের গোকুলে সিএনজি চালিতো
অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর অাহত
হয়েছে। প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাযায়,
রোববার সকাল অানুমানিক সাড়ে ৬টায় গোকুল
উত্তরপাড়া থেকে থেকে রওশনারা বেওয়া (৭০)
নামের এক বৃদ্ধা তার ছেলের বাড়ী মহাস্থান
পশ্চিমপাড়া অাসার পথে গোকুল ছ’মিল বন্দরে
রাস্তা পারাপারের সময় মহাস্থান থেকে বগুড়া গামী
একটি চলন্ত সিএনজি চালিতো অটোরিক্সা তাকে
সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময়
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বগুড়ার
শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠায়। সেখানে তার মাথায় ৮টি সেলাই করা হয়। এবং
শরীরের বিভিন্ন অংশে মারাক্তক অাঘাত পায় ও
একটি পা ভেঙ্গে যায়।

Posted in Uncategorized | Leave a comment